সুনামগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদর থেকে অপহরণের ৭ দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে সুনামগঞ্জের জগন্নাথপুর হতে র্যাব-৯ সদস্যরা উদ্ধার করেছেন। এ সময় অপহরণকারী যুবক রাজিব মিয়াকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর পৌণে ২টায় উপজেলার শ্রীরামসি গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
অপহরণকারী রাজিব মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদি গ্রামের শহিদ মিয়ার ছেলে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার মো আফজাল হোসেন জানান, ১৯ মার্চ সকাল ১০টায় বিদ্যালয়ে যাবার পথে ঐ ছাত্রীকে অপহরণ করে তার পিতার নিকট মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়। এ ব্যাপারে অপহৃতার পিতা কুলিয়ারচর থানায় অপহরণ মামলা করেন।
Leave a Reply