হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে তাকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, কিবরিয়া হত্যা মামলায় আব্দুল জলিল অভিযোগপত্র ভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে হত্যাকাণ্ডের পর থেকেই অবস্থান পরিবর্তন করে করে পালিয়ে বেড়াচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভোররাতে গ্রেফতার করে। বেলা ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply