নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো তিন জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
এ নিয়ে মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য গ্রহণ করা হলো।
বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসানের কাছে ঘটনার প্রত্যক্ষদর্শী জাবেদ আলী, ঐ সময় আহত ফরিদ মিয়া ও নিহত আব্দুর রহিমের চাচাতো ভাই সিরাজ আলী সাক্ষ্য দেন।
আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৯ই নভেম্বর ধার্য্য করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানান, সাক্ষ্য গ্রহণকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামিনে থাকা দুই আসামি ছাড়া সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীও হবিগঞ্জ পৌরসভায় সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ সহ অন্য সব আসামি আদালতে হাজির ছিলেন।
Leave a Reply