এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৪ বছর পূর্ণ হলো; কিন্তু এখনো এই নির্মম হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি। তাই কবে এ বিচারকার্য শেষ হবে, নাকি আদৌ শেষ হবেনা-ইতোমধ্যে জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় প্রাণ হারান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ শাহ এএমএস কিবিরয়া। একই হামলায় মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট ৫ জন। এছাড়া জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সংসদ সদস্য আবু জাহির সহ ৪৩ জন আহত হন।
এ বর্বরোচিত ঘটনায় মামলা হয় দুটি। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক আইনে। এরপর চলতে থাকে তদন্তের নামে নানা খেলা। তবে শেষপর্যন্ত পুলিশ অভিযোগপত্র দাখিল করে ৩২ জনের বিরুদ্ধে। এরপর বছর তিনেক আগে বিচারকাজও শুরু হয়; কিন্তু সাক্ষী অনুপস্থিতির কারণে মামলার সুরাহা হচ্ছেনা বলে জানালেন, গ্রেনেড হামলায় আহত বর্তমান সাংসদ আবু জাহির; কিন্তু বিচার নিয়ে মোটেও হতাশ নন বাদি সাংসদ আব্দুল মজিদ খান। তার মতে, একটু বিলম্ব হচ্ছে, তবে এ রোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার হবেই।
১৪ বছর আগের নিষ্ঠুরতায় হতাহতদের স্বজনরাও আশা করছেন, সকল জটিলতার অবসান ঘটিয়ে বিচারকাজ অবিলম্বে সম্পন্ন করা হবে।
Leave a Reply