NATIONAL
Chief Adviser Dr Muhammad Yunus said that vigilance should be kept to ensure that there is no violence and violence in the country
সংবাদ সংক্ষেপ
অপারেশন ডেভিল হান্ট || সিলেট মহানগরীতে আওয়ামী পরিবারের ৯ জন গ্রেফতার মোগলগাঁও ইউনিয়ন আ লীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব প্রবাসী উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ হাসপাতাল প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলের পুরস্কার বিতরণী ও প্রবাসী সংবর্ধনা নবীগঞ্জ বদরদি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব সম্পন্ন শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক অস্ত্র উদ্ধার না হওয়ায় সিলেট বিএনপির উদ্বেগ প্রকাশ || নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবি সিলেটের দুই থানা এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবি আটক করেছে প্রায় দেড়কোটি টাকার পণ্য অপারেশন ডেভিল হান্টে সিলেট মহানগর পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে শাল্লায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টি কামাল মনসুরের মৃত্যুতে শোকসভা জকিগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আব্দুল খালিক তাপাদারকে নিয়ে আড্ডা অপারেশন ডেভিল হান্ট || নবীগঞ্জে আ লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেফতার আইন-শৃঙ্খলার অবনতিরোধে সেনা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়ার আহ্বান সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবি আটক করেছে প্রায় দেড়কোটি টাকার পণ্য

কিবরিয়া হত্যার ১৪ বছর : বিচার নিয়ে সংশয় জনমনে

  • রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৪ বছর পূর্ণ হলো; কিন্তু এখনো এই নির্মম হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি। তাই কবে এ বিচারকার্য শেষ হবে, নাকি আদৌ শেষ হবেনা-ইতোমধ্যে জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় প্রাণ হারান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ শাহ এএমএস কিবিরয়া। একই হামলায় মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট ৫ জন। এছাড়া জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সংসদ সদস্য আবু জাহির সহ ৪৩ জন আহত হন।
এ বর্বরোচিত ঘটনায় মামলা হয় দুটি। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক আইনে। এরপর চলতে থাকে তদন্তের নামে নানা খেলা। তবে শেষপর্যন্ত পুলিশ অভিযোগপত্র দাখিল করে ৩২ জনের বিরুদ্ধে। এরপর বছর তিনেক আগে বিচারকাজও শুরু হয়; কিন্তু সাক্ষী অনুপস্থিতির কারণে মামলার সুরাহা হচ্ছেনা বলে জানালেন, গ্রেনেড হামলায় আহত বর্তমান সাংসদ আবু জাহির; কিন্তু বিচার নিয়ে মোটেও হতাশ নন বাদি সাংসদ আব্দুল মজিদ খান। তার মতে, একটু বিলম্ব হচ্ছে, তবে এ রোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার হবেই।
১৪ বছর আগের নিষ্ঠুরতায় হতাহতদের স্বজনরাও আশা করছেন, সকল জটিলতার অবসান ঘটিয়ে বিচারকাজ অবিলম্বে সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest