নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর জেল রোডে চেম্বার মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি নাসিম হোসেইন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সাংবাদিক আব্দুল মালিক জাকা, আবু তালেব মুরাদ ও কবি মুহিত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
Leave a Reply