মৌলভীবাজার প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে। এই মহাসড়কে ১৭ কিলোমিটার ফ্লাইওভার সহ ডিভাইডার হবে মধ্যখানে। রেলপথও ডবল করা হবে।
শুক্রবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে পৌরসভার কোদালীছড়া উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, কিছু লোক আমাদের মধ্যে ঢুকে পড়েছে। তারা মনেপ্রাণে বাংলাদেশের ভালো চায়না।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, নারী সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরে মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বৃহস্পতিবার রাতে তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে যোগ দেন।
Leave a Reply