নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব বিরোধী আন্দোলনের কিংবদন্তি ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান আর নেই।
রবিবার সকালে মহানগরীর পার্কভিউ হাসপাতালে তার জীবনাবসান হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার খুজগীপুরে পাবিরাবিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এদিকে বাদ জোহর মহানগরীতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা প্রাঙ্গণে শাহ আজিজুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও আশফাক আহমদ এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে জাতির এ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Leave a Reply