সিলেটের দক্ষিণ সুরমার কায়েস্থরাইল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদউপহার বিতরণ করা হয়েছে।
প্রবাসীদের অর্থায়নে ঈদউপহার বিতরণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কায়েস্থরাইল সমাজকল্যাণ সমিতির সভাপতি মো জহির হোসেন রাসেলের সভাপতিত্বে এবং সহ সভাপতি তারেক উল ইসলাম ও ওসমান গনির যৌথ পরিচালনায় এতে ঘরে ঘরে ঈদউপহার পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের সদস্যদের হাতে হস্তান্তর করেন, উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, প্রবাসী উপদেষ্টা দুবাই প্রবাসী নাসিমুল বারী নোমান, উপদেষ্টা নূর আহমদ খান সাদেক, জুনেদ আহমদ ও সাহেদ আহমেদ।
Leave a Reply