সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটরা দীক্ষা গ্রহণ করেছে।
বুধবার বিকেলে দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কল্যাণ সভাপতি শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী ও মুসলিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরুল জান্নাত রীপা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর কাদের ও সোমা দের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কবির আহমদ, জুয়েল আহমদ ও শিক্ষক জুনেদ আহমদ।
আলোচনা সভার পূর্বে কাব স্কাউটদের দীক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নাস্তা সহ টিফিন বক্স বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে ৪র্থ ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের টিফিন বক্স প্রদান করা হবে বলে জানানো হয়।
Leave a Reply