সিলেট নবনিযুক্ত কাস্টম্স, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো শফিকুল ইসলামের সাথে সিলেট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো শফিকুল ইসলাম, সহকারী কমিশনার মো নাসির উদ্দিন চৌধুরী, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মো মামুন কিবরিয়া সুমন, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ উপ কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মো সাহিদুর রহমান, এজাজ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মো এমদাদ হোসেন, মুকির হোসেন চৌধুরী, মো বশিরুল হক, সদস্য ফালাহ উদ্দিন আলী আহমদ, মোনায়েম খান বাবুল ও তারেক চৌধুরী।
Leave a Reply