নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালী এদিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার দেশী-বিদেশী সাংবাদিকদের উপস্থিতিতে শপথ গ্রহণ করে। এই জায়গাটির মুজিবনগর নামকরণও হয়।
এর আগে ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয়। পরদিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন। এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়, যার মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠনের কথা জানতে পারে।
১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতির ঐতিহাসিক রায়ে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের একটি গোপনস্থানে মিলিত হয়ে বাংলাদেশ সরকার গঠন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি (অস্থায়ী রাষ্ট্রপতি) ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করা হয়। মন্ত্রীসভার অন্য সদস্যরা ছিলেন, এম মনসুর আলী (অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী), এ এইচ এম কামারুজ্জামান (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী) এবং খন্দকার মোশতাক আহমদ (পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী)। তবে ষড়যন্ত্রে লিপ্ত সন্দেহে তাকে একপর্যায়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ১৯৭৫ সালে দেশী-বিদেশী চক্রান্তে সে একদল বিপথগামী সৈনিকের সঙ্গে একাত্ম হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়; কিন্তু ৩ নভেম্বর ক্ষমতাচ্যুৎ হয়।
বাংলাদেশ সরকার কর্নেল আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ও কর্নেল আবদুর রবকে চিফ অব স্টাফ নিযুক্ত করে।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন, জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক ইউসুফ আলী। সেদিন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়।
এই সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর দু’দিন পর প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হন।
Leave a Reply