নিজস্ব প্রতিবেদক : পঁচিশে মার্চের কালরাত স্মরণে সিলেটে আলোর মিছিল ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাত ৮টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবন থেকে আলোর মিছিল নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদ ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোক প্রজ্জ্বলন করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদ। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত।
Leave a Reply