ক্রীড়াঙ্গন প্রতিবেদক : প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার রাত ১১টার সিলেটের উপর দিয়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।
এতে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের অর্ধেক গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে হসপিটালিটি বক্স ও মিডিয়া বক্সের। ভেঙ্গে গেছে অনেক চেয়ার। এছাড়া বৃষ্টির পানি ঢুকে অন্যান্য আসবাপত্রও নষ্ট হয়েছে।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, এসব ক্ষয়ক্ষতি নিরূপণে ঢাকা থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল সিলেট রওয়ানা হয়েছে।
Leave a Reply