নিজস্ব প্রতিবেদক : প্রায় ৯ বছর আগে মানবরূপী দানব দলের নৃশংসতা অনেকেরই হয়তো মনে নেই। না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কেননা, এরপর সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আরও অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে রাজন হত্যার মতো এতটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি-যেমনি দেশে, তেমনি বিদেশে। হয়নি এমন জোরালো প্রতিবাদ। এমনকি এত দ্রুত বিচারকাজও সম্পন্ন হয়নি।
শেখ সামিউল আলম রাজন। মাত্র ১৪ বছরের শিশু। তখনও বাড়ির আশপাশ ছাড়া তেমন কিছু দেখা হয়নি। জানা হয়নি দিন-দুনিয়ার কথা। বাবার ভাষ্য মতে, ছেলেটা সাধাসিধে ছিল। তাই লেখাপড়ার প্রতি তেমন আগ্রহী ছিলনা। এর চেয়ে কাজকর্মের প্রতি বিশেষ করে পারিবারিকভাবে উৎপাদিত এটা ওটা বাজারে নিয়ে বিক্রি করে রুজি-রোজগারে বেশি আগ্রহী ছিল।
দিনটি ছিল ২০১৫ সালের ৮ জুলাই। সকাল ৮টার দিকে রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে নিজের বাড়ি থেকে কিছু সবজি মাথায় নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে পার্শ্ববর্তী তেমুখি এলাকায় অপবাদের বোঝা মাথায় নিয়ে প্রাণ হারায় একদল মানবরূপী দানবের প্রকাশ্য নির্যাতনে। আরেকদল হত্যালীলা উপভোগ করে; কিন্তু অবুঝ শিশুটিকে রক্ষার কোনও চেষ্টা করলোনা। তবে মরদেহ গুম করতে গিয়ে জনতার হাতে ধরা খেলো এক খুনি। জানাজানিও হয়ে গেলো নৃশংসতার কথা। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক্তিতে প্রতিবাদী হন সচেতন এলাকাবাসী। প্রতিবাদের ঝড় উঠে সিলেটসহ দেশের বিভিন্ন এলকায়। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশী নাগরিকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় শেখ সামিউল আলম রাজনের পিতা শেখ আজিজুর রহমান আলম চার জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে আসামি দিয়ে জালালাবাদ থানায় মামলা করেন। এলাকাবাসী আসামিদেরকে ধরে ধরে সোপর্দ করেন পুলিশে। এমনকি মা অভিযুক্ত ছেলেকে তুলে দেন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের হাতে। পলাতক একজনকে সৌদি আরব থেকে প্রবাসী ও সে দেশের পুলিশের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়। মাত্র ৪ মাসে মামলার রায়ে ৪ জনের মৃত্যুদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক আসামি প্রথম থেকেই পলাতক রয়ে গেছে।
অন্যদিকে হত্যাকাণ্ডের পর রাজনের বাড়িতে ছুটে আসেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। আসেন অনেক রাজনৈতিক নেতা এবং সামাজিক ও মানবাধিকার সংগঠনের দায়িত্বশীলরা। আশ্বাস দেন আর্থিক ও অন্যান্য সহায়তার। এর মধ্যে অন্য সবার সহায়তা পাওয়া গেলেও পাওয়া যায়নি অর্থমন্ত্রীর প্রতিশ্রুত ৫ লাখ টাকা। এ জন্য সিলেট-ঢাকা দৌড়াদৌড়ি করছেন অনেকবার; কিন্তু ফল মেলেনি। এছাড়া একজন প্রবাসীর সংগৃহীত অর্থও পুরোটা পাননি বলে হতভাগ্য পিতা শেখ আজিজুর রহমান আলম জানিয়েছেন।
Leave a Reply