নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের উত্তর আইয়র গ্রামের নজরুল ইসলামের শিশুকন্যা তানহা আক্তার তান্নী তার অসুস্থ পিতাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি এবং প্রায় অর্ধমাস ধরে কারাগারে থাকা মা-বোনসহ প্রতিবেশী দুই ইলেকট্রিসিয়ানের মুক্তির দাবি জানিয়েছে।
রবিবার বিকেলে জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রাথমিক শিক্ষার্থী এ দাবি জানায়।
তানহা আক্তার তান্নী তার মা-বোন ও পিতার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেছে, জকিগঞ্জ থানার একদল পুলিশ ২৯ জুলাই তার পিতার খুঁজে বাড়িতে গিয়ে তার মা ফাতেহা বেগম, বোন নুসরাত বেগম এবং তাদের বাড়িতে কাজে থাকা ইলেকট্রিসিয়ান কিবরিয়া ও রাসেল আহমদকে ধরে নিয়ে যায়।
সে দাবি করেছে, তার বৃদ্ধ বাবা নজরুল ইসলাম সততা ও পরিশ্রমের মাধ্যমে তাদের সংসার চালাচ্ছেন। তিনি কোন অন্যায় কাজে জড়িত নন। একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাকে মামলায় জড়িয়েছে।
তানহা আক্তার তান্নী দাবি করে, পুলিশ তাদের বাড়িতে গিয়েছিল সন্ধ্যায়; কিন্তু এজাহারে উল্লেখ করা হয় মধ্যরাতে। তার পিতাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাকে হুমকি দেওয়া হচ্ছে ক্রসফায়ারের। ২৯ জুলাই তাদের বাড়িতে কোনরকম মাদকদ্রব্য উদ্ধারের ঘটনাই ঘটেনি।
সংবাদ সম্মেলনে সে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে।
Leave a Reply