বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের মনোনয়ন সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে দায়ের করা মামলায় গ্রেফতার দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক-প্রকাশক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে এবার কারাগারেই ঈদ করতে হচ্ছে।
পুলিশ গোলাম মোস্তফা রফিককে ১২ জুন রাতে গ্রেফতার করে। ১৪ জুন আদালতে তার জামিন প্রার্থনা করা হলে তা নামঞ্জুর হয়। এরপর ১৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে এ ব্যাপারে শুনানির তারিখ নির্ধারণ করা হয় ২ জুলাই। অন্যদিকে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে; কিন্তু ঈদের পূর্বে বৃহস্পতিবার আদালতের শেষ কার্যদিবস চলে যাওয়ায় গোলাম মোস্তফা রফিকের কারাগারের বাইরে এসে পরিবারের সাথে ঈদ করার সম্ভাবনা আর নেই।
অন্যদিকে ৬ জুলাই গোলাম মোস্তফা রফিকের একমাত্র মেয়ে শিউলী শারমিনের বিয়ের দিন ধার্য্য রয়েছে।
৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের বরাত দিয়ে আওয়ামী লীগের ৮০ জন সাংসদের মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে আব্দুল মজিদ খানের নামও রয়েছে।
পরে খবরটি ফেসবুকে পোস্ট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ঐদিনই আব্দুল মজিদ খানের ভাতিজা পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদি হয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী ও ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। তবে রাসেল চৌধুরী ও নীরঞ্জন সাহা নিরু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।
Leave a Reply