সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামালের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিন ওয়ার্ড পরিবার মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে মহানগরীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মদীনা মার্কেট পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
৯ নস্বর ওয়ার্ড সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান ও ৯ নস্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল বকসের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্মআহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আ ফ ম কামালের খুনিদের গ্রেফতার ও বিচার নিয়ে সরকার টালবাহানা করছে।
তারা অভিযোগ করেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতেই আ ফ ম কামালকে হত্যা করা হয়েছে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পরও রহস্যজনক কারণে মূলহোতা সহ অধিকাংশ অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। সরকারের ছত্রছায়ায় খুনিদের আশ্রয় দেওয়া হচ্ছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা এই আলোচিত মামলাটি দ্রুত বিচার আদালতে হস্তান্তরের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন অন্যথায় সিলেটবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply