হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মোহনা টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছানু মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য রিংকু ও রাসেল চৌধুরী।
দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবু ছালেহ। পরে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply