সিলেট কামালবাজার ফাজিল ডিগ্রি মাদরাসার ৩ যুগপূর্তি ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশেনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দনী চৌধুরী ফুলতলী। পুনর্মিলনী বক্তা ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। অতিথি ছিলেন, একই সংগঠনের জেলা সভাপতি আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, হাসিমী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা এম এ হাসিম, কামালবাজার ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বোরহান হোসাইন ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি আনা চৌধুরী। সভাপতিত্ব করেন, কামালবাজার ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী। পরিচালনায় ছিলেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলাম।
Leave a Reply