‘করোনা’ আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, তার সহধর্মিণী আসমা কামরান ও মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর সেনপাড়া পুরাতন জামে মসজিদে মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরান, আসমা কামরান ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী সহ ১৭ নম্বর ওয়ার্ডের অসুস্থ সকলের দ্রুত সুস্থতা কামনা এবং সম্প্রতি মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বুধবার বাদ এশা ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদের ব্যক্তিগত উদ্যোগে কাজীটুলা জামে মসজিদে খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়।
Leave a Reply