সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট ও কালীঘাট চাউল বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে ডাকবাংলা রোডে নবাবী জামে মসজিদে এর আয়োজন করা হয়।
এতে নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট কমিটির সদস্য প্রবীণ ব্যবসায়ী তোয়াজির আহমদ খান, কালীঘাট চাল বাজারের প্রবীণ ব্যবসায়ী জিল্লুর রহমান এবং মো আলাউদ্দিনের রুহের মাগফিরাতও কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট ও কালীঘাট চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওয়াকফ এস্টেট কমিটির সদস্য সিরাজুল ইসলাম শামীম, মছদ্দর আলী, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আমিরুল ইসলাম খান বাচ্চু, আনা মিয়া, আমিনুর রশিদ, নুরুল ইসলাম, সুহেল আহমদ, ফুরুক মিয়া, আলাউদ্দিন, বিলাল মিয়া, জাকারিয়া আহমদ, রফিক মিয়া ও মো কামল উদ্দিন। দোয়ামাহফিল পরিচালনা করেন মাওলানা শরীফ উদ্দিন।
Leave a Reply