বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় সিলেটে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর মহানগরীর মিরাবাজার আগপাড়া আবাসিক এলাকায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিতের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহারা খাতুন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর, জেলা বিএনপির সাবেক সভাপতি এম হক ও মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরন আহমদ মুরাদ সহ দেশে-বিদেশে যারা করোনায় মারা গেছেন তাদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, আগপাড়া জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া জাবেদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর অ্যাডভাকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিক নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহনারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আছিয়া খানম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুুরী গুণ, অ্যাডভোকেট নূরুন্নাহার, জেলা পরিষদ সদস্য সুষমা সুরতানা রুহি, সাহিদা তালুকদার, রোকনাসানা পারভীন প্রমুখ।
Leave a Reply