নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয় থেকে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কাপড়ের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় ৫ দোকানকে জরিমানা করা হয়েছে।
সোমবার দিনব্যাপী অভিযান চলাকালে কাপড়ের দোকানে দাবিকৃত বিক্রয়মূল্যের সঙ্গে ক্রয় রসিদে উল্লেখিত মূল্যের অসামঞ্জস্য, ক্রয় রসিদ প্রদর্শন করতে না পারা, অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি করা ও কাপড়ের গায়ে স্টিকারে সর্বোচ্চ বিক্রয়মূল্য না লেখে বিভিন্ন গোপন কোড লিখে রাখার অপরাধে প্রাথমিক অবস্থায় সতর্কতামূলক কার্যক্রম হিসেবে তামান্না এন্ড আমিনা ফ্যাশনকে ২ হাজার টাকা, ফেয়ার লেডিসকে ২ হাজার টাকা, আনিছা ফ্যাশনকে ২ হাজার টাকা, সায়ান ফ্যাশনকে ২ হাজার টাকা ও নীলিমা ফ্যাশন এন্ড কসমেটিকস শপকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব ৯-এর একটি দল সার্বিক সহযোগিতা করে।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঈদের কেনাকাটায় ভোক্তাদেরকে হয়রানি ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে শাড়ি, কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকান এবং পরিবহনে অভিযান অব্যহত থাকবে। তবে ব্যবসায়ীদের সতর্ক করতে প্রাথমিক অবস্থায় জরিমানার পরিমাণ সীমিত রেখে সচেতনতামূল প্রচারণায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জোর দিচ্ছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply