সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের বাধেআলী গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় গ্রামের সাজ্জাত মিয়ার বাড়িতে ১৫/২০ জনের ডাকাতদল হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মুখোশপরা ডাকাত দল গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকদের হাত-পা বেঁধে ফেলে। এছাড়া সাজ্জাত মিয়াকে রড দিয়ে আঘাত করে। ডাকাতরা আলমিরা ভেঙে ৩০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল (সিলেট থ-১৩-১০২৯) ও মোটর সাইকেলের কাগজপত্র নিয়ে যায়।
খবর পেয়ে জালালাবাদ থানার এসআই অমিত ও রিয়াজ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply