সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, ত্রাণ দিয়ে মানুষের ক্ষতি পোষানো যাবেনা। তবে এসময় মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কাজ। আওয়ামী লীগ সরকার যেকোন দুর্যোগে গরীব-দুঃখী মানুষের পাশে থাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে বন্য কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। সেগুলো যাতে সঠিক গরীব অসহায় মানুষ পায় স্থানীয়ভাবে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
শুক্রবার সকালে কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিরেরগাঁও, বাছিরপুর, সুজাতপুর, কানাইয়াদরা ও হেরাখলা গ্রামের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণের চাল বিতরণকালে তিনি একথা বলেন।
এলাকার মুরব্বি মনাউল্লার সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য মোস্তাফা উল্লার পরিচালনায় চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, জেলা যুবলীগ নেতা সাইস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার এবং যুব ও ক্রীড়া সম্পাদক মিল্লাত চৌধুরী।
Leave a Reply