সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশু ও ইয়ূথ ফোরাম নেতৃবর্গ, কান্দিগাঁও পিএফএর উদ্যোগে ‘শিশু নেতৃত্বে বাজেট বরাদ্দ’ বিষয়ক সংলাপ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মনাফ। বিশেষ অতিথি ছিলেন, ৬ নম্বর ওয়ার্ড সদস্য কাছা মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এপির প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈ ও স্পন্সরশিপ এন্ড সিপি অফিসার বাবুল ম্রং।
শিশু ফোরামের সভাপতি লাবিব আদলান ফোয়াদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু ফোরাম সদস্য তামান্না বেগম ও আলী জুবাইর, ওয়ার্ল্ড ভিশনের আকাশ আহমদ মুন্না, দিব্যরঞ্জন নাথ, হাফিজুর রহমান ও সুমন।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ কান্দিগাঁও ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডগুলো এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনে সহায়কের ভূমিকা পালন করবে।
অন্যান্য বক্তা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই এলাকার হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা, শিশু সুরক্ষা ও জীবন-জীবিকার মান উন্নয়নের প্রশংসা করেন এবং কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply