নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থেকে র্যাব-৯ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও ৩ জনকে আটক করেছে।
রবিবার রাতে উপজেলার সুরইঘাট এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন আহমদের বাড়ির সামনে থেকে কয়েকটি পলি ব্যাগ ভর্তি ৩শ পিস এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ৩শ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, বিস্ফোরক দ্রব্যগুলো এতই ক্ষমতা সম্পন্ন যে, এগুলোর ৮/১০টি দিয়ে দু-তিনতলা স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেয়া যায়।
আটককৃতরা জানিয়েছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে তারা এগুলো নিয়ে এসেছে। এসব বিস্ফোরক দ্রব্য কয়লা ও চুনাপাথর উত্তোলনে ব্যবহার করা হয়।
Leave a Reply