সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় কানাইঘাট থানা পুলিশ সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশ অনুযায়ী কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের তত্ত্বাবধানে বুধবার দিনগত রাতভর পুলিশের একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার বড়চতুল ইউনিয়ন ও অন্যান্য এলাকা থেকে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো মাছুম মিয়া (৩৫, পিতা আব্দুল কালাম, হকারাই আগ্রীপাড়া, কানাইঘাট, সিলেট), বিলাল উদ্দিন (৫০, পিতা মৃত ওয়াজিদ আলী, হারাতৈল বেতু, কানাইঘাট, সিলেট), তাজ উদ্দিন (৩৫, পিতা আব্দুন নূর, হারাতৈল বেতু, কানাইঘাট, সিলেট), জাবির আহমদ (২৫, পিতা আজির উদ্দিন, ফালজুর পূর্ব, কানাইঘাট, সিলেট) ও মো আকমল মিয়াকে (৫০, পিতা মৃত ননুরাই মিয়া, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply