সিলেটের কানাইঘাট থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি (২ মাঘ) রাতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই সনজিত কুমার রায়, এএসআই সোহেল দেব, এএসআই রায়হান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সোনাতনপুঞ্জির সুলতান আহমদ ওরপে দলাই মিয়া (পিতা আছমান আলী), সুনাম উদ্দিন (পিতা মৃত আব্দুল মালিক), ফুযায়েল আহমদ ওরপে ফয়েজ (পিতা মখলিছ উদ্দিন) ও সাকিবকে (পিতা বশির উদ্দিন) গ্রেফতার করেন।
আসামিদের চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply