র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের কানাইঘাট, সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের চুনারুঘাট থেকে মাদক সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব ৯ স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলা সদরের মরহুম আইয়ুব আলী সুপার মার্কেটের সামনে থেকে ৩৮০০ পিস ইয়াবা সহ শাহিন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করে।
প্রায় একই সময়ে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার স্লুইস গেট এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাজিম উদ্দিন নামের একজনকে আটক করে।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পীরের বাজার এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ রাসেদ মিয়া ও এ্যাংরাজ মিয়া নামের দুই জনকে আটক করে।
আটককৃত সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব ৯ জানিয়েছে।
Leave a Reply