কানাইঘাট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, কানাইঘাটে সুরমা নদীর ভাঙ্গন রোধে সরকারের পাশাপাশি এলাকার জনসাধারণ সহ জনপ্রতিনিধিদেরকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও স্বেচ্ছাশ্রমে সবাই মিলে ডালাইচর ও গৌরিপুরে সুরমা ডাইকের ভাঙ্গন রোধ করবো।
তিনি বলেন, সুরমা নদীর ভাঙ্গন ঠেকাতে না পারলে এলাকায় বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে।
রবিবার বিকালে কানাইঘাট পৌরসভার ডালাইচর এবং সদর ইউনিয়নের গৌরিপুর ও কান্দেবপুরে সুরমা ডাইকের ভাঙ্গন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শির্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।
Leave a Reply