কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলায় ৮ দিন আগে নিখোঁজ মাত্র ৫ বছরের শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিনের নিষ্প্রাণ দেহ নিজের বাড়ির কাছেই পাওয়া গেছে।
রবিবার ভোর ৪টার দিকে তার মরদেহটি পাওয়া যায়। মুনতাহা আক্তার জেরিন উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। সে ৩ নভেম্বর বিকেল ৩টা থেকে নিখোঁজ ছিলো। তাকে হত্যার অভিযোগ করেছে পরিবার।
মরদেহটি খাল থেকে তুলে পাশের পুকুরে ফেলার সময় একই বাড়িতে আশ্রিত তিন ভিখারি নারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তিন নারীর বসতঘর পুড়িয়ে দিয়েছেন।