কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার ছোটদেশ গ্রামে আব্দুল জলিলের বাড়িতে হানা দেয়। ডাকাতরা পরিবারের সবাইকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরিবারের লোকজনের চিৎকার শুনে পাশের ঘর থেকে আব্দুল জলিলের ছেলে ইবজাল উদ্দিন (৪০) ছুটে এসে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন। এসময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্যে সিলেট নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply