সিলেটের কানাইঘাট উপজেলার ছাত্র জমিয়ত বড়চতুল ইউনিয়ন শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা জামিল আহমদ ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার চতুল বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাকির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মুশাহীদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সহ সধারণ সম্পাদক মাওলা নূর আহমদ কাসিমী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। আরো বক্তব্য রাখেন, সৌদি আরব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন ও জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম।
Leave a Reply