নিজস্ব প্রতিবেদক : কানাইঘাটের সড়কের বাজারে মাইক্রোচালক আব্দুল মালিক আরিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও থুনিদের ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্টে কানাইঘাট উপজেলা সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এ কর্মসূচি পালনকালে বক্তারা সন্ত্রাসী আব্দুল বাছিতের হামলায় আব্দুল মালিক আরিফ নিহত হয়েছেন বলে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি খুন হওয়ায় তার স্ত্রী-সন্তানরা অসহায় হয়ে পড়েছে।
এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় কানাইঘাট সমাজকল্যাণ পরিষদ উপজেলাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেবে।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব কানাইঘাটের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিটির উপজেলা সভাপতি ফয়জুল ইসলাম, অধ্যাপক আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন রশিদ, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও মোহনা টিভির ব্যুরো প্রধান এ এ চৌধুরী শিপার।
Leave a Reply