জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার এপেক্স ক্লাব অব সিলেটের উদ্যোগে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও এমদাদুর রহমান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সামিউল আলম। বিশেষ অতিথি ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আবু ইমানী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম ও আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রউফ পহেল, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট এমদাদ হোসেন, আব্দুন নূর, ছানু মিয়া, জব্বার মিয়া, জমসেদ আলী, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, সেজু আহমেদ, আঙ্গুর মিয়া, মামুন মিয়া, শেলু মিয়া, আমজাদ হোসেন সুমন, সুলেমান মিয়া, দরাজ মিয়া, আনহার মিয়া, আব্দুল হান্নান, লায়েক আহমদ, লিটন আহমদ প্রমুখ।
পরে গ্রামবাসীদের মধ্যে সবুজ বিপ্লব ঘটানোর জন্য বৃক্ষ বিতরণ করা হয়।
Leave a Reply