সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মহানগরীর কাজিরবাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।
কাজিরবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, কোতয়ালি পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ।
এছাড়াও জাময়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইফতেখার আহমদ, মাজহারুল ইসলাম, আব্দুজ জাহের, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম ও কাজিরবাজারের বিভিন্নস্তরের ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply