নিজস্ব প্রতিবেদক : অগণিত বুদ্ধিজীবী সহ ত্রিশলাখ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সিলেটে সকাল ৯টা থেকে মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। চলে দুপুর পর্যন্ত। প্রশাসন ছাড়াও রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা মেধা-মননে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন করে বীর শহীদের আত্মত্যাগ সার্থক করার শপথ গ্রহণ করেন।
সিলেটে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেটি সিটি করপোরেশন, শহীদ বুদ্ধিজীবী পরিবার, বিএনপি, সিপিবি, জাসদ, জেএসডি, বাসদ, সাম্যবাদী দল, বাম গণতান্ত্রিক জোট, জালালাবাদ গ্যাস, খাদ্য বিভাগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাংলাদেশ বেতার, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, সম্মিলিত নাট্য পরিষদ, নৃত্যশৈলী, সিলেট কিডনি ফাউন্ডেশন,সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।