JUST NEWS
CORONA UPDATE IN SYLHET DIVISION ON AUGUST 09 : TILL 8 AM SAMPLE TEST SYLHET 84 SUNAMGANJ 0 MOULVIBAZAR 4 HABIGANJ 4>IDENTIFIED SYLHET 4 SUNAMGANJ 0 MOULVIBAZAR 0 HABIGANJ 0<>RATE 04.21<>RECOVERY SYLHET 10 SUNAMGANJ 0 MOULVIBAZAR 0 HABIGANJ 0<>DEATH SYLHET 0
সংবাদ সংক্ষেপ
মাসখানেক পরেই সবকিছুই ঠিক হয়ে যাবে : বিদ্যুৎ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী সিলেটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন শুক্রবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে জাপার মিছিল সমাবেশ হবিগঞ্জে কারবালা স্মৃতির নানা প্রতীকসহ তাজিয়া মিছিল || ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ মাতম সিলেটে ১৪ দলীয় জোটের শরিক ৫ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালালি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল গোলাপগঞ্জে প্রায় ৬ হাজার পিস ইয়াবা ও সোয়া ২ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে শ্মশানের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাস ও তার সহধর্মিণীর স্মরণে শোকবই জগন্নাথপুরে কৃষক হত্যা মামলায় ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে স্কুল ও কলেজে বঙ্গবন্ধুর বই বিতরণ নবীগঞ্জে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ বাংলাদেশী আমেরিকান ক্রিকেটারদের চ্যাম্পিয়নশিপ লড়াই সেপ্টম্বরে বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী : সম্প্রীতি বাংলাদেশের আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মতো সুদৃঢ় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের মূলোৎপাটন করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে সোমবার সিলেট সহ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।
সিলেট : সিলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম জামাল, শ্রমিক লীগ নেতা শামীম রশিদ চৌধুরী ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
মুজিবনগর দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আলোচনা সভা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ, ইমজা ও মুক্তিযুদ্ধ পাঠাগার সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খসরু, কবি মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ, মুক্তিযুদ্ধ পাঠাগার সভাপতি আল আজাদ ও সম্মিলিত নাট্য পরিষদেও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কাজী আরিফুর রহমান।
হবিগঞ্জ : হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান আহমেদ। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান।
বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া চা বাগানের বাংলোটি সংরক্ষণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest