সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলার আজাদুর রহমান আজাদের তত্ত্বাবধানে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে নগদ ৭ লাখ টাকা সহ প্রায় ১৭ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহানগরীর টিলাগড় ও শিবগঞ্জ সহ বিভিন্ন এলাকার সচেতন মানুষের দেয়া এই দান যথাযথভাবেই রোহিঙ্গাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলার আজাদুর রহমান আজাদ এ তথ্য জানান।
তিনি জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, তেল, খেজুর, ত্রিপল, পলিথিন, বিস্কুট, পানি, মশারী, গুড়, চিড়া, প্লেইট, গ্লাস, বদনা, চামচ, মগ, ডেক-ডেকছি, সাবান, মোমবাতি, ম্যাচ, স্যালাইন, জেলি বন, প্যারাসিটামল ট্যাবলেট, রশি, সুজি, কম্বল ও জায়নামাজ। মোট ২০টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজাদুর রহমান আজাদ জানান, টিলাগড়বাসীর উদ্যোগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময়ও তারা ত্রাণ নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন। এবার সেনাবাহিনীর সহায়তায় আশ্রিত রোহিঙ্গাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬০ জন ত্রাণ নিয়ে গিয়েছিলেন। তারা নিজ নিজ খরচে থেকেছেন ও খেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, সিটি কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো সানাওর, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সরওয়ার আহমদ, টিলাগড় বাজার কমিটির সভাপতি সাইদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুহিবুল আলম রিজভী, মহানগর যুবলীগের সদস্য সুবেদুর রহমান মুন্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী প্রমুখ।
Leave a Reply