ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মরিরের মাঠে আগামী ১১ অক্টোবর থেকে কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান এ ঘোষণা দেন।
তিনি জানান, তরুণ ও যুবকদেরকে খেলার মাঠে ফেরাতে, ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করতে এবং মহানগরীর ফুটবল দর্শকদের আনন্দ দিতেই এ আয়োজন। মূলত এলাকার মুরব্বি ও যুবকরা এ উদ্যোগ গ্রহণ করেছেন।
কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার ১২৫ সিসি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ৫১ ইঞ্চি এলইডি টেলিভিশন। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, সর্বোচ্চ গোলদাতা ও ফেয়ার প্লে সহ আরো কিছু পুরস্কার থাকবে। দল নিবন্ধন ১২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। নিবন্ধন ফি ১ হাজার টাকা। যোগাযোগের ঠিকানা ৪৮/২ জালালাবাদ আবাসিক এলাকার ডাউন গল্লি বা পশ্চিম পীর মহল্লায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়। বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে।
Leave a Reply