নিজস্ব প্রতিবেদক : সিলেটে তৃতীয়বারের মতো ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সিটি করপোরেশন-সিসিকের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে শনিবার এম সি কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সকাল ১০টায় এই ঘুড়ি উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও কিংবদন্তী ফুটবলার রনঞ্জিত দাস। এছাড়াও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, মহানগর সহ সভাপতি আব্দুল খালিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ প্রমুখ।
এবারের উৎসবে নানা আকৃতি ও প্রকৃতির প্রায় ৩শ ঘুড়ি নিয়ে প্রতিযোগিরা অংশ নেন।
কয়েক হাজার নারী-পুরুষ-শিশু ঘুড়ি উৎসব উপভোগ করেন।
Leave a Reply