নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ বলেছেন, কাউকে বাদ দিয়ে নয়-সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। সকল ব্যাপারে চিন্তা-ভাবনা করতে হবে সম্মিলিতভাবে। স্বপ্ন দেখতে হবে দেশকে নিয়ে। আর তা বাস্তবায়নেও সকলকে একযোগে কাজ করতে হবে।
সোমবার সকালে মহানগরীর মিরাবাজারে হোটেল সুপ্রিমের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়া, ফ্রেসওয়াটার এ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া-বাংলাদেশ-এফএএনএসএ-বিডি, উন্নয়ন সহযোগী টিম-ইউএসটি ও ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবোরেটিভ কাউন্সিল-ডব্লিউএসএসসিসির যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের অনুসরণীয় দৃষ্টান্ত। তবে স্যানিটেশন সহ কিছু কিছু ক্ষেত্রে এখনো আমরা বেশ পিছিয়ে আছি। আমাদেরকে এসব ক্ষেত্রে লক্ষ্য অর্জন করতেই হবে। আমাদের উন্নয়ন ধারায় সবার জীবনমান উন্নত করার অঙ্গীকার রয়েছে।
‘লিভ নো ওয়ান বিহাইন্ড : ইকুইটি অ্যান্ড ইনক্লোশন’ শীর্ষক এ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইসমাইল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ডব্লিউএসএসসিসির জাতীয় সমন্বয়ক শাহ মো আনোয়ার কামাল ও এফএএনএসএ-বিডির জাতীয় আহ্বায়ক মো ইয়াকুব হোসেইন। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, ইকরামুল কবির, এনজিও কর্মকর্তা সমিক শহীদ জাহান, শাহ শাহেদা, আইনজীবী সৈয়দা শিরীন আক্তার, সরকারি কর্মকর্তা পুলিন রায়, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যেমনি গ্রামে তেমনি শহরে এখনো অনেকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছেনা। সাধারণ মানুষের জন্যে নিরাপদ পানির প্রাপ্যতাও নিশ্চিত হয়নি।
তারা হাওর ও উপকূলীয় অঞ্চল এবং চা বাগান এলাকার মানুষের জন্যে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন।
Leave a Reply