এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : সিলেট-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে মহিলা ও শিশুসহ হবিগঞ্জের ৯ জন প্রাণ হারিয়েছেন। এর আগে কোন দুর্ঘটনায় এক সঙ্গে জেলার এতজনের মৃত্যু হয়নি। তাই প্রিয়জনদের শোকে কাতর জেলাবাসী। চোখের জলে মরদেহ দাফনের মধ্যে দিয়ে সবাইকে শেষ বিদায় জানিয়েছে। তবে দাবি রেখেছেন, এমন মৃত্যুর জন্যে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কখনো এভাবে কাউকে প্রাণ হারাতে না হয়।
সোমবার দিনগত রাতে সংঘটিত এ ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের শিশু ইয়াছিন আরাফাত, আনোয়ারপুর গ্রামের আলী মোহাম্মদ ইউসুফ, সৈয়দাবাদ গ্রামের রিপন মিয়া, বানিয়াচং উপজেলার তাম্বুলিটুলা গ্রামের শিশু আদিবা আক্তার সোহা, মদনমুরত গ্রামের আল আমিন, চুনারুঘাট উপজেলার উবাহার গ্রামের রুবেল মিয়া তালুকদার, পাকুড়িয়া গ্রামের সুজন মিয়া, আহমদাবাদ গ্রামের পেয়ারা বেগম এবং নবীগঞ্জ উপজেলা সদরের নজরুল ইসলাম মারা যান। আহত হন অনেকেই। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের স্বজন আর এলাকাবাসীর দাবি, এই ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, উপযুক্ত বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির। না হলে এমন মৃত্যুর মিছিল চলতেই থাকবে।
শোকাহত জেলা প্রশাসন। জেলা প্রশাসক কামরুল হাসান ইতোমধ্যে নিহতদের পরিবারগুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Leave a Reply