নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পুরো সিলেট ফোঁসে উঠেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পালিত হয়েছে নানা কর্মসূচি। বুধবার সকাল ১১টায় টুকেরবাজার তেমুখিতে এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন করা হবে।
এদিকে সহপাঠীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
এ সময় শিক্ষকবৃন্দ তাদের সাথে সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার কালোব্যাজ ধারণ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে।
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার প্রতিবাদে ঘটনাস্থল এমসি কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
অবরোধ চলাকালে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ সমাবেশ থেকে হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
Leave a Reply