নিজস্ব প্রতিবেদক : রবিবার জেলা হত্যা দিবস। ১৯৭৫ সালের এ দিন রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকচক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্বদানকারী জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ কামরুজ্জামানকে হত্যা করে বাংলা ও বাঙালির ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায় সংযোজন করে।
দিনটি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করবে।
সিলেটে আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে, সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিল। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply