নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়ন ও উত্তরণ-আয়করের অর্জন’, ‘নির্বিঘ্নে ও নিশ্চিন্তে-আয়কর রিটার্ন দিন কর মেলাতে’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
কর অঞ্চল, সিলেটের উদ্যোগে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে আয়কর মেলার উদ্বোধন করেন, জাতীয় রাজস্ব বোর্ডের লিগ্যাল ট্যাক্সেস এন্ড ইনফোর্সমেন্টের সদস্য সিরাজুল ইসলাম।
কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
Leave a Reply