নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেছেন, এম সাইফুর রহমান তার কর্মের মধ্য দিয়েই সাধারণ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
এম সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেট আয়োজিত স্মরণ সভায় মুখ্য আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড আসিফ নজরুল। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনর মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত এম সাইফুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
তারা বলেন, এম সাইফুর রহমান দলমতের ঊর্ধ্বে থেকে সবসময় দেশের উন্নয়নের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হননি।
সভাপতির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এম সাইফুর রহমানকে সিলেটের উন্নয়নের রূপকার বলে আখ্যায়িত করেন।
Leave a Reply