নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ও থানা পুলিশ। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।
আরও জানানো হয়েছে, প্রকৃতিকন্যা খ্যাত সিলেট জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের এখন উপচেপড়া ভিড়। এসব জায়গায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশেষ নিরাপত্তা বিধান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ কার্যক্রম তদারকি করছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মো মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মো জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ ও সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো আব্দুল করিম।
সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, জেলা পুলিশের এমন বিশেষ উদ্যোগে সিলেটে আসা বিভিন্ন পর্যটকরা নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মনে করছেন।
Leave a Reply