সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিজ কর্মগুণে শালিস ব্যক্তিত্ব জমির আহমদ মেম্বার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি আমৃত্যু নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
শনিবার সকালে মহানগরীর দক্ষিণ সুরমার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি, খোজারখলা মার্কাজ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, সিলেট জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব জমির আহমদ মেম্বারের চেহলাম উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
পরিবারের উদ্যোগে ও মরহুমের ছোট ভাই সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের ভাইস প্রেসিডেন্ট ও তার সহধর্মিণী সুফিয়া খাতুনের সার্বিক সহযোগিতায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, খোজারখলার বিশিষ্ট মুরব্বি, মরহুমের বড় ভাই মজনু উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply